Bibarna Basanta
Bibarna Basanta
                বিবর্ণ বসন্ত (Bangla golpo)
আগুন লেগেছে ফাগুনের বনে! শিমুল, পলাশ, অশোক ,কৃষ্ণচূড়া নতুন বউ এর মতো করে সেজে রয়েছে! যেন বাসর রচনা করেছে প্রকৃতির!

বসন্তের বাতাস যখন আমার এলিয়ে পড়া চুলের উপর খেলা করে , তখন আমার মনে পড়ে আমার মাথায় হাত বোলানো তুমি কে! যখন অঝোরে শ্রাবন নামে ফাল্গুনে তখন তোমার ছলছল দুটি চোখ আবেগী করে আমায়! আমের সেই বড় গাছ টা তে কত্ত মুকুল দিয়েছে এ বছর! গেলো বছর আমাদের গ্রামের মাথায় সেই আম বাগানটা তে প্রাণ ভরে শ্বাস নিয়েছিলাম দুটিতে কেমন!

সন্ধ্যে হয়ে এসেছে। পাখিরা সবাই ফিরেছে আপন নীড়ে! শুধু তুমি ভুলেছো পথ! ভুলেছো আপন বাসা আর ভালোবাসা কে! আমার সব রং বেরঙ্গীন করে এই ভরা বসন্তে আমি বড্ডো ফ্যাকাশে! ভালোবাসার রং কে চুরি করে তুমি কাঙাল করে গেছো আমায়!

এই বসন্ত, এই পলাশ, এই রঙ, এই ফাগুন, এই প্রেম আর তোমার ভুলে যাওয়া এই আমি আজ সব হারিয়ে নিঃস্ব ! বন্ধু আমার লুকোচুরি খেলতে খেলতে হারিয়ে গেছো কোনো এক না ফেরার দেশে!
 **********************************************************************
কলমে- শম্পা পতি 

1 মন্তব্যসমূহ

Please do not enter any spam link in the comment box.

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

নবীনতর পূর্বতন