chahidar-duratta-chotogolpo
Bangla Golpo

আচ্ছা তুমি কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'চোখের বালি', 'শেষের কবিতা' বা শরৎচন্দ্রের 'দেবদাস' বা হুমায়ূন আহমেদের 'মেঘ বলেছে যাব যাব' বা বুদ্ধদেব বসুর 'হলুদ বসন্ত' উপন্যাস গুলো পড়েছো?

না পড়ে থাকলে ভেবে নিবে, তুমি এখন রোমান্টিক জিনিসটা ঠিক মতো উপলব্ধি করতে পারেন নি, হ্যাঁ হয়তো কিছুটা অনুভব করেছো তবে এর আসল অনুভূতি পাও নি।

তুমি বাংলাতে জন্ম গ্রহন করে, আর এক বাঙালির সামনে ইংরেজিতে দুটো কথাবার্তা বলে যদি নিজেকে স্মার্ট ভাবো তাহলে তুমি ভুল ভাবছো।
আসলে আমিও ইংরেজি শিখেছি তবে সেটা সঠিক জায়গায় ব্যবহার করার জন্য।
হুম তুমি আজকালকার ফ্যাশানের সাথে তাল মিলিয়ে নিজের শরীরের অঙ্গ দেখিয়ে নিজেকে সেলিব্রেটি ভাবো, তবে হয়তো এটা জানো না নারীকে ওই শাড়ি পড়েই সুন্দরী লাগে আর কথায় আছে 'শাড়িতেই বঙ্গনারী।

আমাদের মধ্যে এত দূরত্ব কেন জানো?

তুমি হোটেলে খাবার পছন্দ করো আর আমি মায়ের হাতের রান্না খেতে পছন্দ করি।

তুমি সিনেমা বা নাটক দেখে রোমান্টিকতা শিখো আর আমি বই পড়ে।

তুমি ইংরেজিতে তোমার সভ্য খুঁজে পাও আর আমি আমার মাতৃভাষা আপন করে সাহিত্য সংস্কৃতি খুঁজি।

আমি আগের শতাব্দীর ছেলেদের মতো ধুতি পাঞ্জাবি পড়ি বলে তুমি আমায় পছন্দ কর না, আর তুমি এই শতাব্দীর মেয়েদের মত ছোট জামা পড় বলে আমি তোমায় পছন্দ করি না।

আর তাই হয়তো আমি তোমার হতে পারিনি আর তুমি আমার!

******************************************************************
কলমে -প্রিয় চট্টোপাধ্যায়।

#chahidar-duratta-chotogolpo, #banglachotogolpo, #chotogolpo, #banglagolpo, #bengalistory,

1 মন্তব্যসমূহ

Please do not enter any spam link in the comment box.

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

নবীনতর পূর্বতন