Bangla_Kobita

bangla_kobita

ছোট্ট ছোট্ট আবেগ

~ আমি যখন বারবার ভালোবাসি ভালোবাসি বলতাম,
   তুমি বলতে 'অতিরিক্ত কিছুই ভালো না!'

    তাই আমি অতিরিক্ত ভালোবাসি বলা বন্ধ করলাম।

~ আমি যখন সারাদিন কথা বলতে চাইতাম সময় দিতে বলতাম,
    তুমি বলতে সবসময় কথা না বলে 'সময়ের দাম দিতে শেখো!'

    তাই আমি আবেগ কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখে নিলাম।

~ আমি যখন তোমার একটা কল বা ম্যাসেজ এর জন্য দীর্ঘ অপেক্ষা করতাম,
    তুমি বলতে 'বেশি আশা ভালো না!'

    তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে ভুলে গেলাম।

~ আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে, তাড়াহুড়ো করে ফোন করে           তোমার খোঁজ নিতাম, 

    তুমি ঠিক আছো কিনা?
    তুমি বলতে 'পাগলামী টা একটু কমাও!'

    নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম।

~ আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য তুমি খেয়েছো কিনা?
    তুমি বলতে 'এতো ন্যাকামি ভাল্লাগেনা।'

    তাই ন্যাকামি ছেড়ে নিজের মতামত কেই গুরুত্ব দিতে শিখলাম।

~ আমি যখন কান্নায় ভেঙ্গে পড়তাম তোমার অবহেলায়!
    তুমি বলতে 'এত দূর্বল কেনো তুমি?'

    তাই কান্না ছেড়ে আমি নিজেকে শক্ত করে নিলাম।

~ আমি যখন তোমাকে জিজ্ঞেস করতাম কখনো ছেড়ে যাবে না তো?
    তুমি বলতে ভবিষ্যত এতো ভেবো না।

    তাই ভবিষ্যত না ভেবে বর্তমানকেই আঁকড়ে ধরতে শিখলাম।

    কিছু দিন পর তুমি যখন চলে যেতে চাইলে
    আমি বললাম যেতে পারো আটকাবো না!
    তখন তুমি নিজেই অবাক হলে,
    তুমি বুঝতেও পারোনি কখন এই সহজ সরল মানুষটা  বাস্তবতা শিখে গেছে।

    হ্যাঁ, তুমিই আমায় একটু একটু করে বাস্তবতা শিখিয়েছো,
    এর জন্য অনেক অনেক ধন্যবাদ।

    শুধু তোমায় কিছু বলা বাকি যা হয়তো তুমি জানোই না,
    তুমি ভালোবাসা শুধু শব্দ হিসেবে জানো এটাকে কখনো অনুভব করতে            পারোনি।

    আসলে  তুমি হয়তো জানতে না,আমার করা ওই ন্যাকামি গুলোই একটা সুন্দর     ভালোবাসার ইতিহাস গড়ে তোলে।
    তুমি হয়তো জানতে না,এই পাগল মানুষগুলো মন থেকে ভালোবাসতে জানে।
    তুমি হয়তো জানতে না,এই ছোট্ট ছোট্ট আবেগ গুলো থেকেই ভালোবাসা তৈরি     হয়।
    তুমি হয়তো জানতে না,আমি ভালোবাসি বলেই আমার গুরুত্বপূর্ণ সময় টুকু        তোমায় দিতাম।

    অপেক্ষা করো যখন তুমি ভালোবাসা কী জানতে পারবে সেদিন এই পাগল           ন্যাকামো মানুষটাকে খুব করে চাইবে কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যাবে     তাই প্রিয় —
    "সময় থাকতে মূল্য দিতে শিখো
                     কারন
    অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায়
    তারা কখনো ফিরে আসে নাহ।"


লেখা: প্রিয়

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

নবীনতর পূর্বতন