একটা মিষ্টি মেয়ে

ekta_mishti_meye
Bangla Kobita



এই মেয়ে,
শোনো এদিকে?

হুম বলুন,
ডাকলে কেন আমাকে?

তুমি এত মিষ্টি কেন হুঁ?
পাগল করো কেন আমাকে?

কী বলছেন যাতা!
সত্যিই পাগল আপনি,
হয়তো ভুল দেখছেন চোখে!

গাল দুটো লাল আর
ঠোঁটের কোনে মিষ্টি হাসি দিয়ে,
লজ্জা কেন পাচ্ছো তাহলে?

Flirt করা বন্ধ করে,
কিছু বলবেন তো বলুন খুলে?

বলছি, তুমি কী আমার বন্ধু হবে?

কেন হবো হুঁ?
আমি তো চিনিই না তোমায়?

ও মা,
এ কী কথা!
বন্ধু হলে বুঝি চিনতে হয়?

হয়তো হয়,
জানেন না বুঝি,
আচ্ছা ছাড়ুন,
আর কী বলবেন বলুন?

আচ্ছা মেয়ে,
নাম কী তোমার?
কোথায় তোমার ঠিকানা?

মা-তো খুকী বলেই ডাকে।
আর সবাই আমায় মিষ্টি বলে ডাকে।
আর ঠিকানা! সে তো তোমায় বলা যাবে না।

কেন গো মেয়ে?
আমাকে দেখে কী ভয় পাচ্ছো?
নাকি মনে মনে লজ্জা পাচ্ছো?

নাগো বাপু!
ভয় কেন পাব হুঁ?
আমার তাড়া আছে; আমি এখন যাব।

এই মেয়ে,
আবার কবে আসবি?
কবে হবে আবার আমাদের দেখা?

মেয়ে হেসে বলে,
হয়ত কালই হবে-
যদি থাকে ভাগ্যে লেখা।

আচ্ছা বেশ,
অপেক্ষায় থাকবো!

এ কী কথা,
এমন তুমি করো না!
পথ আটকে কথা বলা
মোটেও ভালো দেখায় না।

আচ্ছা শোনো,
শেষ কথা!

বলুন বলুন
কী আছে কথা?

কাল আর
আটকাবো না তোমায়,
তুমি যদি না চাও
বন্ধু করতে আমায়!

এ মা,
এমন কেন?
আমি কী আপনাকে না বললাম!
প্রতিদিন কী এই রাস্তায় দাঁড়াবেন?
নিয়ে তো যেতেই পারেন
পাড়ার মোড়ের চায়ের দোকান!

সত্যিই বলেছো!
যাবে সাথে?

যেতে পারি
কিন্তু একটা শর্তে?
যদি আপনি প্রতিদিন নিয়ম করে,
কাঠগোলাপ আনেন আমার তরে!

শর্তে রাজি,
আনবো কাঠগোলাপ তোমার তরে।

এটা শুনে,
মেয়েটি একটা মুচকি হেসে,
এগোতে থাকে নিজের পথে,

ছেলে এখন পাগল মনে,
অপেক্ষার ক্ষন গুনছে বসে‌।।

~প্রিয়🌸


#Bangla_Kobita #bengali_poem #Premer_Kobita #Love_Poem

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

নবীনতর পূর্বতন