❤️❤️পথেই ভ্রমণ ❤️❤️

 Offbeat Tourist Destination of Purulia || Paprakocha Dam || Pardi Dam

মাঝ দরিয়ায় নৌকা যেন ছোট এক পানকৌড়ি পাখি,
চক্রবাকে উড্ডয়ন চিল---
অথবা কতেক  পরিযায়ী পাখির  সোনালী রৌদের, রঙে ঝিলমিল |
আর সূর্যাস্তের নেমে আসা ঝুপ করে অন্ধকার ❤️


নাহ্ এসব আপনি কিছুই পাবেন না, তবে কিছু অনুচ্চ পাহাড় ও টিলা দিয়ে বেষ্টিত  জলাশয়টিতে 
অন্ধকার নেমে আসে পাহাড়ের টিলার গা বেয়ে | শেষ বিকেলের সূর্য, পাহাড়ি টিলার গা বেয়ে অস্ত যায় গোধূলির মোহময়ী রঙ ছড়িয়ে যাতে আছে স্রেফ বুনো পাহাড়ি  মাদকতার নিবিড়তা ! এটি প্রকৃতির সৌন্দর্যের এক অফবীট জায়গা, ছড়িয়ে ছিটিয়ে আছে সৌন্দর্যের পেলবতা!  
 
 
গ্রীষ্মের পুরুলিয়াতে রুখাসুখা প্রান্তরের বধ্যভূমিতে ছড়িয়ে যেন একটুকরো চাঁদের ফালির সৌন্দর্য- "পপড়াকোচার ড্যাম"-  অনেকের কাছে যা পারডির ড্যাম নামেও পরিচিত | এখানে প্রকৃতি যেন কিছুটা অগোছালো -অযত্নের লালিমাতে বেড়ে উঠা ঠিক যেন "❤️ Careless Beauty❤️" (যত্নহীন সৌন্দর্য) | চারিদিকে পাহাড় বেষ্টিত প্রাকৃতিক ভাবেই আবদ্ধ জল যা এটি ড্যামের রূপ ধারণ করেছে, - ড্যামে ঢোকার মুখে বামসাইডে পাহাড়ের কোলে প্রশস্ত জায়গা ও জলের মাঝে বিশালাকৃতি পাথরগুলি যেন জলকেলিরত কোন এক হস্তি -- খাবারের খোঁজে সত্যিকারের হাতির দল নাকি এখানে হানা দেয় মাঝে মাঝেই | 
 
 
নিগূঢ়  নির্মম নিরাভরণ পুরুলিয়ায়, অবগুণ্ঠিত উপেক্ষিতা প্রকৃতি এখানে রহস্যরূপে, ইতিউতি  ছড়িয়ে রেখেছে তার যৌবনের লাবণ্যরেখা | বৈচিত্র্যময় পপড়োকোচা এই পাহাড়ি জলাশয়টি ছোটনাগপুর মালভূমির অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ গোর্গাবুরুর কোলে শায়িত - শান্ত ভিড়ভাট্টা হীন যেন কিছুটা তন্দ্রাঘোরে আচ্ছন্ন | বাঘমুন্ডি থানার অধীন হলেও এর প্রন্তসীমা ও তার কিছুটা এলাকা বলরামপুর থানার মধ্যে রয়েছে। যেতে যেতে আদিবাসী গ্রামগুলির মধ্যে তকতকে নিকানো উঠান আর সুন্দর ছবি আঁকা আলপনা দেওয়াল দেখতে দেখতে পৌঁছে যাবেন | 
 
 
 
 রাতের বেলা ডিউটির সময়ও এইদিকটা অনেকবার গেছি - রাত্রির অন্ধকারে নিঃসীম, নিস্তব্ধতায় ছেয়ে যায় চারিদিক | রাত্রিকালীন ডিউটিতে নিকষকালো অন্ধকার ভেদ করতে করতে গাড়ির এগিয়ে চলা, - গাড়ির হেডলাইটের তীব্র আলোয় রাতচরা পাখিদের চকিত ডানায় ভর করে উড়ে যাওয়া,  আবছা চাঁদের আলোয় দুপাশে সোনাঝুরী গাছগুলো যেন পেতাত্মার ন্যায় মাথা দোলায় আর দূরে পাহাড়শ্রেণী যেন ছোট বড়ো একপাল হাতির দল সারি দিয়ে চলেছে আর থেকে থেকে ডেকে উঠে পেঁচার সুতীব্র চিৎকার  | 
 
 
এখন সবগ্রামেই প্রায় বিদ্যুতায়ন হয়েছে তাই রাতের সময় গ্রামগুলোর ভেতর দিয়ে যাওয়ার সময় অতটা অদ্ভুতেড়ে আর লাগেনা | তবে গ্রামের মানুষ অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে বলে এলাকা নিঝুম থাকে | একসময় এসব এলাকা মাওবাদী অধ্যুষিত ছিল, সে সময়ের কথা ভাবলেই শিরদাঁড়া বেয়ে অজানা মৃত্যু ভয়ের হিমশীতল  স্রোত বয়ে যায় - কোমরে গোঁজা কালো ধাতব বস্তুটি আরো খুব ভালোবেসে সজোরে বজ্রমুষ্ঠিতে আঁকড়ে ধরি |
এখন দু একটি হোটেল রিসোর্ট গড়ে উঠলেও এলাকাটি এখনো বহিরাগত মুনাফাবাজদের কালো লোমশ হাতের থাবা পড়েনি | একবার নজরে পড়লেই দখল হয়তো দখল নেবে জমির, হয়তো হারিয়ে যাবে এর ভীড়ভাট্টাহীন নির্জনতা 🙏 

আমার লেখার উদ্দেশ্য বা প্রণোদনা-টা কী বুঝি না কারণ খেয়ালবশে ডিউটির ফাঁকে  ফেসবুকে টুকটাক লিখি । তাই নিজস্ব শৈলী, দেখার চোখ ও বোধের গভীরতা তৈরী হয়েছে কিনা সেটাও জানিনা ?   খেয়ালবশে কখনো-সখনো ডিউটির ফাঁকে কলমে উঠে আসে পুরুলিয়ার লাস্যময়ী প্রকৃতির প্রতিবিম্বের দর্পণ, ফেনিল সমুদ্রের লোনা জলের স্বাদ কখনো বা রাজনীতির আবর্তে অশান্ত পাহাড়ে হলুদ পোড়ার গন্ধ | বিভিন্ন থানায় পোস্টিং এর চক্করে, এপ্রান্ত থেকে ওপ্রান্ত চষে বেড়ানোর মাঝে প্রকৃতির রূপ, রস খুঁজি ফিরি আনন্দে ❤️ কারণ আমি বড্ড বেশি ভালোবাসি পুরুলিয়া তথা এই জেলার মানুষজনকে 🙏🙏🙏🙏


❤️❤️কিভাবে যাবেন ❤️❤️

এই প্রাকৃতিক মনোরম পরিবেশে পৌছানোর জন্য দুটি পথ রয়েছে। বলরামপুর বাঘমুন্ডি রাস্তা দিয়ে ডাভা গ্রামের শাঁখা নদী পেরিয়ে বাশিটাঁড় মোড়ে  ডানদিকে পাকা রাস্তা ধরে চিরুগোড়া গ্রাম,- তারপর সেখান থেকে কিছুটা এগিয়ে পারডি গ্রামের মাঝ বরাবর উঠে বামদিকে (অশত্থ গাছের) এগোলেই পপড়োকোচা ড্যাম। বলরামপুর থেকে বাঘমুন্ডি যাওয়ার রাস্তায় দোলদরিয়া মোড়ের কাছে গাড়ি ঘুরিয়ে সোজা পাথরবাঁধ, গেড়ুয়া, নেকড়ে, দেউলি, কুনবাইদ,  গড়গা পেরিয়ে কাশিডি গ্রাম ঢোকার আগে বামদিকে (বাঁকের মুখে একটি গাছ আছে, স্থানীয়  নাম "বোলগাছ" - এর ছোট ছোট সাদা ফুলের গন্ধে পারিপার্শ্বিক ভরে যায়, এরকম গাছ আমি আর কোথাও দেখিনি) এগিয়ে পারডি গ্রাম ---এরপর গ্রামের পথ দিয়ে সোজা পপড়োকোচা গ্রামে পৌছানো যায়--- "Welcome to Saka irrigation" ঢোকার মুখেই তোরণটি আপনাকে স্বাগত জানাবে |

পড়ার জন্য ধন্যবাদ 🙏🙏🙏🙏🙏

✍️Goutam Mahata

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

নবীনতর পূর্বতন