Kazi Najrul Islam
কাজী নজরুল ইসলামের জন্মদিবস
         কাজী নজরুল ইসলামের জন্মদিবস 

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস ।

১৮৯৯ খ্রিস্টাব্দের ২৫ মে পশ্চিম  বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম।

কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল "দুখু মিয়া"।

১৯১৭ খ্রিস্টাব্দে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন এবং   প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন।যুদ্ধ শেষ হলে তিনি সৈনিক জীবন ত্যাগ করে সাংবাদিকতা শুরু করেন। ১৯২২ খ্রিস্টাব্দের ১২ই আগস্ট নজরুল ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন।

বাংলা কাব্যে তিনি এক নতুন ধারার জন্ম দেন। এটি হল ইসলামী সঙ্গীত তথা গজল, এর পাশাপাশি তিনি অনেক উৎকৃষ্ট শ্যামা সংগীত ও হিন্দু ভক্তিগীতিও রচনা করেন।

 নজরুল প্রায় ৩০০০ গান রচনা যেগুলো এখন নজরুল সঙ্গীত বা "নজরুল গীতি" নামে পরিচিত এবং বিশেষ জনপ্রিয়।

নজরুলের প্রথম গদ্য রচনা ছিল "বাউণ্ডুলের আত্মকাহিনী"।

১৯২২ সালে তাঁর বিখ্যাত কবিতা-সংকলন অগ্নিবীণা প্রকাশিত হয়।এই কাব্যগ্রন্থের সবচেয়ে সাড়া জাগানো কবিতাগুলোর মধ্যে রয়েছে: "প্রলয়োল্লাস, আগমনী, খেয়াপারের তরণী, শাত-ইল্‌-আরব, বিদ্রোহী, কামাল পাশা" ইত্যাদি।

তাঁর লিখিত বাঁধন হারা এবং কবিতা বোধন, শাত-ইল-আরব, বাদল প্রাতের শরাব, আগমনী, খেয়া-পারের তরণী, কোরবানি, মোহরর্‌ম, ফাতেহা-ই-দোয়াজ্‌দম্‌, এই লেখাগুলো সাহিত্য ক্ষেত্রে বিশেষভাবে প্রশংসিত হয়।

ছোটদের জন্য লিখেছিলেন  খুকী ও কাঠবিড়ালি, লিচু-চোর, খাঁদু-দাদু ইত্যাদি।

মধ্যবয়সে তিনি পিক্‌স ডিজিজে আক্রান্ত হন। এর ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। একই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭২ সালে তিনি সপরিবারে ঢাকা আসেন। বাংলাদেশ সরকার তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেন ।

১৯৬০ সালে ভারত সরকার  পদ্মভূষণ সম্মানে  ভূষিত করেন ।

১৯৭৬ সালে ২৯ আগস্ট ঢাকাতে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন।

2 মন্তব্যসমূহ

Please do not enter any spam link in the comment box.

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

নবীনতর পূর্বতন