bangla-kobita
bangla-kobita

।। সিঁড়ি জল এবং পিপীলিকা ।।

দায়সূত্রে বাঁধা আছে অভ্যস্ত স্তুতি
এবং অনিবার্য সিঁড়ির নির্বিকল্প প্রস্তুতি।।
 
চোখ মেলে চেয়ে থাকে রাত্রির আকাশ
নক্ষত্রের আলো থেকে গ্রহণ বিন্যাস
সাক্ষ্য দেয় ব্যবহারকৌশলের কাছে
প্রত্যাহত প্রশ্নগুলি উড়ে যায় সীমানা ছাড়িয়ে।।
 
এখানেও সিঁড়ি আছে
ওঠা যায়
নামা যায়
উঠতে উঠতে আকাশ ছোঁয়া যায়
নামতে নামতে জলে পড়া যায়।
 
এখানে আকাশ এবং জলের
সৌগত বন্ধন।
জলের বুকে নেমে আসে আকাশ
স্পষ্টতই দৃশ্যমান অতল পাহাড়
শিলাখণ্ড নিয়ে ঘুমোতে চায়
তলদেশে।।
 
এই জলে পাহারা দেয়
ইস্পাতের জাহাজ
কখনো বা কাগজের নৌকো
দু একটি ঝিনুক
চোরাপথে চলে যায়
সিঁড়িদের কাছে
ঘরের ভেতরে বসে এসব
বেশ দেখা যায়।
 
তাছাড়া সংবাদবাহক কিছু পিপীলিকা
ঝাউবনে ডাকঘরে ঘোরাঘুরি করে বলে
শোনা যায়।
 
সিঁড়ির এই পথে পিয়নের আনাগোনা নেই
যেহেতু লেখা চিঠি এখন আসে না ।
 
মৌখিক চিঠির আদানপ্রদানে
সহায়তা করে পিপীলিকা সঙ্ঘ।
 
সিঁড়ি এবং জলের কাছে
কোনো মৌখিক চিঠিও আসে না।
 
সিঁড়ি এবং জল শুধু ব্যবহারযোগ্য
এদের কোনো আত্মীয় বন্ধু নেই
যে চিঠি পাঠাবে।।
 
 
********************************************************
কলমে - চিত্তরঞ্জন ভট্টাচার্য্য

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

নবীনতর পূর্বতন