atirikta-valobasa-kobita
Image Credit- Pexel

এখনকার রিলেশনশিপ গুলো ঠিক এমনই হয়
অতিরিক্ত ভালোবাসায় দম বন্ধ লাগে,
আবার কম ভালোবাসায় লাগে অবহেলা।

সারাবেলা যদি বলি ভালোবাসি
তখন বলো এটা বাড়াবাড়ি,
আবার যদি ভালোবাসার প্রকাশ কম করি;
তখন বলো ভালোবাসায় কমতি।

যখন বলি একটু কথা বলো না!
তখন তোমার সময় থাকে না,
আবার যদি বলি ব্যস্ত আছি;
তখন বলো আমি নাকি ইগনোর করছি!

যখন বলি তোমায় আমি খুব বুঝতে পারি
তখন প্রশ্ন করো আসলেই সত্যি?.....
যখন বলি তোমায় আমি বুঝতে পারি না এতটুকুও,
তখন বলো ভালোবাসো না বুঝি একটুও?

যখন বলি আমি খুব অভিমানি
তখন বলো ঢং,
যখন বলি আমার অভিমান নেই তোমার প্রতি,
তখন বলো আমি উদাসীন।

যখন বলি একসাথে কাটাতে চাই পুরো জীবন
তখন তুমি মৃত্যুকে করো আলিঙ্গন,
যখন বলি তাহলে মৃত্যুই হোক আমাদের শেষ দ্বার,
তখন তুমি ভয় পেয়ে বলো মৃত্যু এখন দূরে থাক।

তোমাকে কিভাবে বাসি ভালো বলো তো?
মানুষরা কেনো এতো অদ্ভুত রকমের হয়?
কোনো বেশি কিছু তাদের সহ্য হয় না,
কম কিছুও দেয় যন্ত্রণা!
আবার মাঝামাঝি পর্যায়ের ভালোবাসা গুলোও
ঠাঁই পায় না।

কিন্তু আমি তোমাকে ততটাই ভালোবাসি,
যতটা আমি তোমাকে ভালোবাসি,
এর থেকে একটু কমও নয় আবার বেশিও নয়..!!


***************************************************
কলমে - প্রিয় চট্টোপাধ্যায়।

1 মন্তব্যসমূহ

Please do not enter any spam link in the comment box.

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

নবীনতর পূর্বতন