এক অসম্পূর্ণ প্রেম কাহিনী ll Bengali Love story ll Part 1



রবিন কে জিজ্ঞেস করলাম "ভাই টাইম কত হলো দেখ তো।"
হাতের হাত ঘড়ির দিকে না তাকিয়ে সে হাত ঢোকালো পকেটে, দামী ফোন বার করে তার দিকে তাকিয়ে বললো , "চার টে দশ" 
"ভালোই ফুটুনিবাজ হয়েছিস দেখছি" রবিন কে খোটা মেরেই বললাম, "ঘড়ি দেখে বলতে স্ট্যাটাস এ বাধল তোর"
আমার দিকে হেসে ইয়ার্কির ছলেই হাত বাড়িয়ে দিল রবিন, "নে দেখ!"
"ঘড়ি টা তো বন্ধ, তাহলে পরে আছিস কেন ?" আশ্চর্য হয়ে জানতে চাইলাম।
"ভালো লাগে তাই পরেছি"
"এটা সেই ঘড়ি টা না যেটা তোকে গিফট করেছিল ?
এখনো মনে করিস তাকে ? You are impossible " বিরক্ত হয়ে বললাম। 

একটি আমেরিকান multi-national সফটওয়্যার কোম্পানি তে ইঞ্জিনিয়ার পদে আছে রবিন। মোটা মাইনে পায়, দামী স্মার্ট ফোন দামী গাড়ি বেশ ভালো অবস্থা তার। রবিনের ঘড়ির সম্ভার দেখলে মাথায় হাত উঠবে। নামি দামী ব্র্যান্ডের সব collection থাকা সত্বেও সে ওই ঘড়ি পরে থাকবে। আজব পাবলিক একখান।

22nd জন্মদিনে প্রেমিকা উপহার দিয়েছিল রবিনকে এই ঘড়ি, সে আজ থেকে প্রায় ১২ বছর আগের ঘটনা। কোনো একটা ভুল বোঝাবুঝির জন্য তাদের বিচ্ছেদ হওয়া টাও কম করে ৮ বছর পেরিয়ে গেছে । আজ সে হয়তো অন্য কারোর হাত ধরে জীবনে এগিয়ে গেছে। রবিনের মত বোকা বোকা মানুষ গুলোই পুরনো স্মৃতি কে আকড়ে ধরে বসে কি পায় তারাই যানে।

অথচ তাকে দেখে বোঝা যায় না। বন্ধুদের সাথে আনন্দ করে, জীবন টাকে উপভোগ করে। তাকে দেখে মনেই হবে না কারো প্রতি আদৌ তার কিছু অনুভূতি বা আবেগ আছে । এরা মানুষ নাকি কোনো ভিন গ্রহের প্রাণী ??

লেখা ও ছবি - Joydeep Mukherjee 
 

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

নবীনতর পূর্বতন